05 December 2014

কুমিল্লা এপেক্স ক্লাবের নির্বাচন সম্পন্ন

ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতি এপে. মাহমুদুল হাসান পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. এড. সৈয়দ নূরুর রহমান, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. এড. সালাহউদ্দিন মাহমুদ, জেলা-৮ এর গভর্নর এপে. মাইজুদ্দিন আহমেদ।
সাধারণ সভায় আগামী বছরের জন্য এপে. ওয়ালী উল্যাহ রিপন-কে সভাপতি ও এপে. জনি পারভেজ-কে সেক্রেটারী করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এপে. এড. খোরশেদ আলম, জুনিয়র সহ-সভাপতি এপে. মিজানুর রহমান, ট্রেজারার এপে. ফারিয়া তাসকিন হক অর্চি, সার্ভিস ডিরেক্টর এপে ইঞ্জি. শরীফ উদ্দিন আহমেদ, আইপিপি এন্ড এক্সপানশান ডিরেক্টর এপে. মাহমুদুল হাসান পাশা, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. শাহজাদা এমরান, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশান ডিরেক্টর এপে. শাহরিয়ার জামান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. আবদুর রাজ্জাক, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. শাহিদুল ইসলাম সোহেল। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন-সাবেক জেলা গভর্নর-৩ এপে. ডা: মুজিবুর রহমান,  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও এপেক্স বাংলাদেশের সাবেক পিএনওয়াইসিডি এপে. এড. কাজী নাজমুস সাদাত, কাবের আজীবন সদস্য এপে. ইঞ্জি. কামাল উদ্দিন আহমদ।
সাধারণ সভায় এ বছরের কমিটির সদস্যবৃন্দ কাব প্রতিবেদন উপস্থাপন করেন এবং সাধারণ সভায় অনুমোদিত হয়। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন  ক্লাবের সাবেক সভাপতি এপে. ডা: নিলুফা পারভীন।